Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
শরীয়তপুর জেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৩ পালিত
Details

"অভিবাসীর অবদান

সমুন্নত দেশের মান"

এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসন দিবসে শরীয়তপুর এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকার ১০.৩০ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলার সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব রাম চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, এবং অতিরিক্ত পুলিশ সুপার।

 

এ সময় বক্তরা অভিবাসন দিবস উপলক্ষে বিদেশে গমনেচ্ছুদের ভাষা আয়ত্ব এবং কাজের প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে অনুরোধ জানান। বিদেশে গিয়ে টাকা পাঠানোর ব্যাপারে অবৈধ্য পথ পরিহার করে সরকারি ভাবে বা বিভিন্নি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধ করে।

 

শরীয়তপুর জেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৩ উপলক্ষে মোট সাতজন প্রবাসীকে পুরষ্কার প্রদান করা হয়, যারা শরীয়তপুর জেলায় সবচেয়ে বেশী রেমিটেন্স প্রেরণ করেছেন। 

Attachments
Image