শরীয়তপুর জেলার ডামুড্যা থানা ১৯৭৫ সালের ০৫ জানুয়ারী প্রতিষ্ঠা হয়।
এক সময় তৎকালিন মাদারীপুর মহকুমার বিখ্যাত বাংলা কবি নবীন চন্দ্র শেন মহকুমা প্রশাসক ছিলেন। নবীন চন্দ্র সেনের আমন্ত্রণে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগার একদা মাদারীপুর সফরে এসেছিলেন এবং মাদারীপুর হতে নবীন চন্দ্র শেনের সাখে বর্তমান ডামুড্যা সফরেও আসেন। ডামুড্যার পূর্ব পাশের নদী দেখে বলেছিলেন এই নদী দামোদর নদীর মতো। দামোদর ভারতের একটি বিখ্যা্ত নদী। এই নদী সাঁতার দিয়ে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মায়ের সাথে দেখা করতে যেতেন। কারন বিদ্যাসাগরের খেয়ার পয়শার অভা্বে সাঁতার কেটে মাকে দেখতে যেতে হতো। এই কথা শুনে মহকুমা প্রশাসক নবীন চন্দ্র শেন বিদ্যাসাগরের সম্মানে এই এলাকার নাম রাখেন দামোদর। ক্রমে ক্রমে এই এলাকা ডামুড্যা হিসাবে প্রসিদ্ধি লাভ করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS